Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

উপজেলা সমাজসেবা কার্যালয়, নান্দাইল, ময়মনসিংহ



                             ওয়েবসাইট : http://dss.nandail.mymensingh.gov.bd/

ই-মেইল : usso.nandail@dss.gov.bd

ফোন : 02996674782



‘‘ উন্নয়ন অভিযাত্রায় সমাজসেবা ’’ 

সমাজসেবা অধিদফতর দেশের সামাজিক সমস্যাগ্রস্ত, অনগ্রসর, অসহায়, দুঃস্থ, প্রবীণ, প্রতিবন্ধী, প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধাবঞ্চিত এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত ও আইনের সংস্পর্শে আসা শিশুদের অধিকার সুরক্ষা, উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ১৯৫৫ সনে শহর সমাজসেবা কার্যক্রম গ্রহণের মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সূত্রপাত হলেও বর্তমানে অর্ধশতাধিক বহুমুখী কর্মসূচি-প্রকল্পসহ সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজসেবা অধিদফতর দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অধিকার ও ক্ষমতায়ন দৃষ্টিভঙ্গি (Right Based and Empowerment Approach) নিয়ে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এসডিজি’র লক্ষ্য অর্জনে সদাতৎপর সমাজসেবা অধিদফতর। এলক্ষ্যে সমাজসেবা অধিদফতরের রূপকল্প, অভিলক্ষ্য, কৌশলগত উদ্দেশ্য ও কার্যাবলি সুবিন্যস্ত করা হয়েছে। নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে সেবাকে ডিজিটাইজেশন করা হচ্ছে। ফলে সেবা পৌঁছে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায়।


ভিশন :

সমন্বিত ও টেকসই উন্নয়ন।


মিশন :

উপযুক্ত ও আয়ত্তাধীন সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন।


উপজেলা সমাজসেবা কার্যালয়, নান্দাইল, ময়মনসিংহে সমাজসেবা অধিদফতর কর্তৃক গৃহীত উদ্যোগসমূহের সারসংক্ষেপ নিচে প্রদত্ত হলো :


(১) সামাজিক নিরাপত্তা : এপ্রিল ২০২৪ পর্যন্ত)

ক্রমিক নং

কর্মসূচির নাম

উপকারভোগীর সংখ্যা (জন)

বাৎসরিক বরাদ্দকৃত টাকা

ভাতা/উপবৃত্তির পরিমান

বয়স্কভাতা

২২,৬৭৬

৳১৬,৩২,৬৭,২০০

মাসিক ৳৬০০

বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাভাতা

৯,৯৬৫

৳৬,৫৭,৬৯,০০০

মাসিক ৳৫৫০

অসচ্ছল প্রতিবন্ধীভাতা

১১,৫২৪

৳,৩৪,৪৩,৮৪৬

মাসিক ৳৮৫০

হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা

       ৳৪৩,২০০

মাসিক ৳৬০০

অনগ্রসর জনগোষ্ঠীর বয়স্ক ভাতা

৩৯

৳২,৮০,৮০০

মাসিক ৳৬০০



প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি


২৬২


৳২৮,৯৪,৪০০

১. প্রাথমিক স্তর : মাসিক ৳৯০০

২. মাধ্যমিক স্তর : মাসিক ৯৫০

৩. উচ্চ মাধ্যমিক স্তর : মাসিক ৳৯৫০

৪. উচ্চতর স্তর : মাসিক ৳১,৩০০

অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি

১৯

৳১,৯৬,৮০০

১. প্রাথমিক স্তর : মাসিক ৳৯০০

২. মাধ্যমিক স্তর : মাসিক ৯৫০

৩. উচ্চ মাধ্যমিক স্তর : মাসিক ৳৯৫০

৪. উচ্চতর স্তর : মাসিক ৳১,৩০০

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের এককালীন আর্থিক সহায়তা


৫০০


জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক অনুমোদন এবং আবেদন সংখ্যার উপর নির্ভর করবে ।

জনপ্রতি ৳৫০,০০০

­


# ভাতা প্রদানের প্রক্রিয়া :


জি টু পি বাস্তবায়নের পযায়ক্রমিক ধাপসমূহ : অনলাইন/অফলাইন আবেদন > ইউনিয়ন পরিষদের সভায় প্রাথমিক চূড়ান্তকরণ> উপজেলা সমাজসেবা কার্যালয়, নান্দাইল, ময়মনসিংহ কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন> MIS এ ডাটা এন্ট্রি> ভ্যালিডেশন> নগদ হিসাব সম্পন্ন অত:পর পে রোল প্রদান।


(২) দারিদ্র বিমোচন কার্যক্রম :


ক্র. নং

কর্মসূচির নাম

প্রাপ্ত বরাদ্দ

বিতরণ

উপকারভোগীর সংখ্যা

মোট আদায়

আদায়ের হার

সুদমুক্ত ক্ষুদ্রঋণ

৳১,৫৫,৭১,০৫০

৳১,৫৫,৭১,০৫০

২৬৫৫

৳১,১০,২৭,২৬৪

৭৫%

পল্লী মাতৃকেন্দ্র

৳২৫,৩৩,৭০০

৳২৫,৩৩,৭০০

৬৪০

৳১৮,৯৭,১২৩

৭৮%

দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন কাযক্রম

৳১৯,০৭,০০০

৳১৯,০৭,০০০

১২৪

৳১২,০৬,৩২২

৬১%

সর্বমোট

৳২,০০,১১,৭৫০

৳২,০০,১১,৭৫০

৩৬১৯

৳১,৯০,০৮,৪১৪

৭৪%


(৩) শিশু অধিকার, প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রম :

ক্রম

কর্মসূচীর নাম

অনুমোদিত আসন সংখ্যা/জন

   পুনর্বাসিত ভিক্ষুক/ নিবাসি

জনপ্রতি মাসিক বরাদ্দ/এককালীন বরাদ্দ

ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি

৪৪৫

নির্মাণ কাজ শেষ পর্যায়ে

বরাদ্দ অনুযায়ী

ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানা

১০২ টি

ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত শিশুর সংখ্যা – ১০২ জন

৳২,০০০


(৪) প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রম :

ক্রম

কর্মসূচির নাম

প্রাপ্ত প্রতিবন্ধীর সখ্যা

প্রদত্ব সুবিধা

আর্থিক

প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ

১০,১৩২ জন

সুবর্ণ কার্ড, ভাতা, ঋণ ও উপবৃত্তি প্রদান

শতভাগ প্রতিবন্ধীকে আর্থিক সুবিধার আওতায় আনা হয়েছে ।

অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়

২টি প্রতিষ্ঠান

শিক্ষা, বিনোদন ও অন্যান্য





(৫) কল্যাণ ও সেবা :

ক্রম

সেবার বিবরণ

প্রাপ্ত বরাদ্দ

এপ্রিল ২০২৪

উপকারভোগীর সংখ্যা

এপ্রিল ২০২৪(জন)

রোগিকল্যাণ সমিতি, নান্দাইল, ময়মনসিংহ ।

৳৯,৩৪,৯৯০

৪৪৪ জন

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা

৳৬,৫০,০০০

১২০

দুস্থ সহায়তা

৳৫,০০,০০

৯৮


(৬) প্রবেশন কার্যক্রম : লঘুদণ্ডপ্রাপ্ত প্রথম অপরাধী ও শিশুদের জন্য প্রবেশন অব অফেন্ডার্স অ্যাক্ট, ১৯৬০ এবং শিশু আইন, ২০১৩ অনুসারে প্রবেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুরু থেকে এ পর্যন্ত ২৫ জনকে পুনর্বাসন করা হয়েছে।


(৭) ই-সার্ভিস ও তথ্য প্রযুক্তি কার্যক্রম :


(ক) ডি-নথি : পেপারলেস অফিস হিসেবে উপজেলা সমাজসেবা কার্যালয়, নান্দাইল, ময়মনসিংহ কাজ করছে। সকল চিঠিপত্র ডি-নথিতে নোট উত্থাপনসহ পত্র জারি করা হচ্ছে।

(খ) ওয়েবসাইট : http://dss.nandail.mymensingh.gov.bd/ নামে সরকারি ওয়েবসাইটটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।


(৮) সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন কর্মসূচি সংশ্লিষ্ট আইন ও বিধি :

ক. বিধবা সদন আইন ১৯৪৪;

খ. প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিনেন্স, ১৯৬০;

গ. কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন ২০০৬;

ঘ. ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন ২০১১;

ঙ. শিশু আইন ২০১৩;

চ. প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ ও বিধিমালা ২০১৫;

ছ. পিতা মাতার ভরণ পোষণ আইন ২০১৩।


(০৯) জনবলের তথ্য :

ক্রমিক নং

শ্রেণি

মঞ্জুরিকৃত পদ সংখ্যা

কর্মরত পদ সংখ্যা

শূন্য পদ সংখ্যা

মন্তব্য

১ম শ্রেণি

০১

০১

০০


২য় শ্রেণি

০১

০০

০১


৩য় শ্রেণি

১০

০৭

০৩


৪র্থ শ্রেণি

০৪

০২


সর্বমোট-

১৮

১২

০৬